অনলাইন ডেস্ক
ইমরান খান
বুশরা বিবি ইমরান খানের বর্তমান ও তৃতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রী রেহাম খানকে বুশরা বিবির নির্দেশেই ডিভোর্স দিয়েছেন তিনি। এমন দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের নেতা অউন চৌধুরী। খবর জিও নিউজের।
এর আগে ইমরান খান ও বুশরা বিবির বিয়ে অবৈধ বলে দাবি করেছেন এই দম্পতির বিয়ে পড়ানো আলেম মুফতি সাঈদ।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান।
অউন চৌধুরী জানান, ওই সময়ে ইমরান খানের ব্যক্তিগত ও রাজনৈতিক কার্যকলাপ বিষয়ক সহকারী ছিলেন তিনি। এজন্য ইমরান খানের এসব বিষয়ে জানেন তিনি।
তিনি বলেন, বুশরা বিবি ইমরান খানকে ডিভোর্সের নির্দেশ দেওয়ার পরই ইমরান ই-মেইলের মাধ্যমে রেহাম খানকে ডিভোর্স দেন।
অউন চৌধুরী আরও বলেন, রেহাম খানকে ডিভোর্স দেওয়ার পর মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন ইমরান খান। এ সময় তিনি প্রায়ই বুশরা বিবির কাছে যেতেন।
এভাবে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বুশরা বিবির সঙ্গে দেখা করতে থাকেন ইমরান খান এবং ১ জানুয়ারি তাকে বিয়ে করার ঘোষণা দেন।
অউন চৌধুরী বলেন, এরপর ইমরান খান বিয়ের ব্যবস্থা করতে বলেন। এ কথা শুনে আমি বেশ অবাক হই এবং তাকে জানাই বুশরা বিবি বিবাহিত; কিন্তু তিনি আমাকে আশ্বস্ত করে বলেন, বুশরা বিবির ডিভোর্স হয়ে গেছে।