মা-বাবার বিবাহবিচ্ছেদ আমার মাথায় কখনও খারাপ জিনিস ছিল না – আলিয়া

বিনোদন

বিনোদন ডেস্ক

৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী পূজা বেদীর মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা ইতিমধ্যেই পা রেখেছেন বলিউডে। শেষ তাকে দেখা গিয়েছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ সিনেমাতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, মা-বাবার ডিভোর্স নিয়ে কথা বলতে শোনা গেল এই স্টারকিডকে। এমনকী, কীভাবে মা সেজেগুজে বাবার দ্বিতীয় বিয়েতে গিয়েছিলেন, খোলসা করলেন সেটাও।

বলিউড বাবলকে আলিয়া জানান, ‘আমার বাবা-মা আলাদা পথে যাচ্ছিল ঠিকই, কিন্তু আমি সব সময় দেখতাম তারা একে অপরের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ। আজ অবধি তারা একে-অপরের খুব ভালো বন্ধু। আমার মা আমার বাবার দ্বিতীয় বিয়েতেও গিয়েছিলেন। আমি আমার সৎ মায়ের খুব কাছের। আমার সৎ-ভাই, যাকে আমি অর্ধভাই বলে ডাকতেও ঘৃণা করি, কারণ সে আমার ভাই, আমাদের একই বাবা, আলাদা মা আছে। সে আমার হৃদয়ের টুকরো, আমার সন্তানের মতো। আমি এখন আর এমন একটি জীবন কল্পনা করতে পারি না যেখানে আমার বাবা-মা একসঙ্গে ছিলেন।

‘আমার জন্য, এটা সবসময়ই ইতিবাচক বিষয় যে আমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছে। তারা দুজনেই তাদের নিজের জীবনে সুখীৃ আমি বুঝতে পেরেছিলাম যে আমার মাথায় বিবাহবিচ্ছেদ কখনও খারাপ জিনিস ছিল না। কারণ আমার বাবা-মা তাদের আলাদা হয়ে যাওয়াকে খুব ভালভাবে পরিচালনা করেছিলেন।

পূজা বেদি এবং ফারহান ফার্নিচারওয়ালা ১৯৯৪ সালে গাঁটছড়া বাঁধেন কিন্তু ২০০৩ সালে আলাদা হয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *