স্পোর্টস ডেস্ক
তাওহিদ হৃদয় ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। অথচ শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে তার উপরই চড়াও হয়েছিলেন তাওহিদ হৃদয়। হাসারাঙ্গার করা ইনিংসের ১২তম ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হৃদয়। সে ওভারের চতুর্থ বলে ফেরার আগে তার ব্যাটে আসে ২০ বলে ৪০ রান।
হাসারাঙ্গার ঘটনাবহুল সে ওভারে হাঁকানো তিন ছক্কার একটি গ্যালারিতে থাকা এক বাংলাদেশি সমর্থকের পায়ে গিয়ে আঘাত হানে। কিছুটা রক্তও বেরিয়ে আসে। একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সে ঘটনার কথা জানান সে সমর্থক।
সমর্থকের ওই ছবি নজরে এসেছে হৃদয়ের। তার রক্তমাখা পা দেখে ব্যথিত হয়েছেন এই ব্যাটার। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে সে সমর্থকের জন্য আবেগ নিংড়ে দিয়েছেন হৃদয়। সমর্থকের উদ্দেশে তিনি লিখেছেন, ‘ছবিগুলো একজন পাঠাল, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারো রক্ত ঝরল এটা ভেবেই খারাপ লাগছে। প্রিয় ভাই আমার, আমি জানি না আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টিশার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়ত হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কে-ই বা জানে। কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত।’
ডালাসে শ্রীলংকার দেওয়া ১২৫ রানের লক্ষ্য ছুঁতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হৃদয়। চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে গড়ে তোলেন ৬৪ রানের জুটি। পাওয়ার প্লে’র মধ্যে ৩ উইকেটে ২৮ রান হারিয়ে যখন বাংলাদেশ ধুঁকছিল, তখন লিটনের সঙ্গে তার জুটিতেই কক্ষপথে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত তাদের দেওয়া ভিত্তি কাজে লাগিয়েই দুই উইকেটের জয় ছিনিয়ে বিশ্বকাপ শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা।থে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত তাদের দেওয়া ভিত্তি কাজে লাগিয়েই দুই উইকেটের জয় ছিনিয়ে বিশ্বকাপ শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা।