সুবর্ণবাঙলা ডেস্ক
আজহারী ছবি : সংগৃহীত
পবিত্র কাবাঘরের চাবিরক্ষক ড. শায়খ সালেহ আল শাইবা মারা গেছেন। তিনি সাহাবি উসমান ইবনে তালহার ১০৯তম উত্তরসূরি এবং কাবার চাবিরক্ষক ছিলেন।
শনিবার হারামাইন শরিফাইন নিজেদের ভেরিফায়েড এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
তার মৃত্যুর পর জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, শায়খ সালেহ আল শাইবা আল্লাহর জিম্মায়। তিনি ছিলেন সাহাবি উসমান ইবনে তালহা (রা.) এর ১০৯ তম বংশধর। মক্কা বিজয়ের পর রাসূল (সা.) বাইতুল্লাহর চাবি সংরক্ষণের দায়িত্ব যে বংশের উপর বহাল থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ঐ গোত্রেরই উত্তরাধিকারী। আর কিয়ামত পর্যন্ত এই গোত্রের বংশধরদের হাতেই বাইতুল্লাহর চাবি উত্তরাধিকার সূত্রে সংরক্ষিত থাকবে ইন শা আল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।
শনিবার হারামাইন শরিফাইন পোস্টে বলা হয়েছে, ড. শায়খ সালেহ আল শাইবা উসমান ইবনে তালহা রাদিআল্লাহু আনহুর বংশধর ছিলেন এবং কাবাঘরের ১০৯তম অভিভাবক ছিলেন। ফজরের নামাজ শেষে বায়তুল্লায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মক্কার জান্নাতুল মুআল্লায় তাকে দাফন করা হয়।
২০১৩ সালে তার চাচা আব্দুল কাদের ত্বহা আল শাইবি মারা গেলে কাবাঘরের চাবির রক্ষক হন তিনি।
মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ (সা.) নিজে শাইবা গোত্রের উসমান ইবনে তালহা রাদিআল্লাহু আনহুর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন। এরপর থেকে সেই ধারা এখনও অব্যাহত।
উসমান ইবনে তালহা রাদিআল্লাহু আনহুর বংশধরগণ পর্যায়ক্রমে পবিত্র কাবাঘরের চাবি বহন করে আসছেন। তারাই কাবার দরজা খুলে দেন।
আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন সালেহ আল শাইবা। ইসলামিক স্টাডিজের ওপর তার ডক্টরেট ডিগ্রি রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের দায়িত্ব পালন করতেন। ধর্ম এবং ইতিহাস নিয়ে এ পর্যন্ত বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন সালেহ আল শাইবা। কাবাঘরের চাবির রক্ষণাবেক্ষণ ছাড়াও পবিত্র ঘরের ভেতর পরিষ্কার রাখা, কিওয়াকে ইস্ত্রি করা এবং ছিঁড়ে গেলে সেলাই করাও এ পরিবারের দায়িত্ব।