শাকিবের ছবিতে চুমু খেলেন সুন্দরী ভক্ত

বিনোদন

অনলাইন ডেস্ক


শাকিবের ভক্ত

বিশ্বজুড়ে রাজত্ব করছে শাকিব খানের ‘তুফান’। সিনেমাটি মুক্তির পর থেকেই আলোড়ন সৃষ্টি করেছে। শাকিব খান দাবি করেছেন এটি ১০০ কোটির ক্লাবে যাবে। বাঙালিদের বড় উপহার এই সিনেমা।

দেশ মাতিয়ে শুক্রবার (৫ জুলাই) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুফান’। জানা গেছে, সেখানকার ৪৫টির বেশি সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এ ছবি। সিনেমাটি প্রচারে মেলা বসেছিল তারকাদের। কলকাতার বড় বড় তারকারা ভিড় জমিয়েছিল বাংলার সুপারস্টারের ছবি দেখতে।

তবে শাকিবের যে কত কত পাগল ভক্ত রয়েছে তা ‘তুফান’ মুক্তির পর জানা গেল। এক নারী ভক্ত নিজেকে সুন্দরী খেতাব দিয়ে বললেন, আমাদের মতো ভক্তদেরও শাকিবের সঙ্গে সিনেমায় সুযোগ দিলে মন্দ হয় না।

সেই ভক্ত সংবাদ মাধ্যমে বলেছেন, আমার ক্রাস শাকিব খান। আমি ওকে স্বপ্নও দেখি। আর এই সিনেমা দেখার পর আরও প্রেমে পড়ে গেছি। একথা বলেই তিনি শাকিবের ছবিতে চুমু খেয়েছেন সবার সামনে।

তার ভাষায়, শাকিব যে সুপারস্টার রায়হান রাফী সেটা প্রমাণ করে দিয়েছেন। আসলে তাকে সঠিকভাবে প্রেজেন্ট করা হয়নি আগে। এখন মানুষ বুঝছে শাকিব খান কতটা ট্যালেন্ট।

এদিকে শাকিব খান ভারতীয় সংবাদ মাধ্যমকে শাকিব খান বলেন, শুরুর দিকে সব রকম কাজ করা হতো। তার মধ্যে কিছু ভালো কাজ হতো। কিছু অ্যাভারেজে চলে যেত। আবার ইন্ডাস্ট্রির স্বার্থেও অনেক কাজ করেছি আমি। অনেকে অনুরোধ করতেন তার সিনেমাটি করতেই হবে। সমস্যায় পড়েছেন। আবার হল বাঁচাতেও অনেক সিনেমা করতে হয়েছে। তবে মানুষের ভালোবাসা পেয়েছি ঢের। তবে গুণগত মানের সিনেমা বেছে নেয়াই ভালো।

প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাংচুর হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।

আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রুপালি পর্দায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *