সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক:
রায়পুরের আলতাফ মাস্টার ঘাটের কলাপাতা রেস্টুরেন্টে সম্প্রতি এক প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যায় প্রেমিকা। ওই ঘটনার দুসপ্তাহ পর অপকর্মের অভিযোগে সোমবার সন্ধ্যায় ৪টি হোটেল ও চাইনিজ রেস্টুরেন্টের ৪৫টি গোপন কক্ষ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, ২৯ জুন উপজেলার আলতাফ মাস্টার ঘাটের কলাপাতা রেস্টুরেন্টে তাওহিদুল ইসলাম নামে এক যুবকের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যায় তার পরকীয়া প্রেমিকা।
অভিযুক্ত প্রেমিকা (প্রবাসীর স্ত্রী) জানান, এক বছর ধরে চাঁদপুরের ফরিদগঞ্জের তাওহিদুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। বিয়ের প্রতিশ্রুতিতে প্রায় সময় তারা বিভিন্ন স্থানে ঘুরতে যেতেন। তিনি তাওহিদুলকে গহনাসহ তিন লাখ টাকাও দিয়েছেন। তবে তাওহিদুল তাকে বিয়ে না করে তার বান্ধবীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে ২৯ জুন তাওহিদুল ঘুরতে গিয়ে ওই হোটেলের গোপন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তাওহিদের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যায় ওই নারী।
ওসি মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, এখনো কোনো পক্ষ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।