সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া এবং ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে রাশিয়া। ভারতীয়দের তাদের নিয়োগকে সম্পূর্ণ বাণিজ্যিক উল্লেখ করে বিষয়টির দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছে মস্কো। বুধবার (১০ জুলাই) ভারতে অবস্থিত রুশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন বলেছেন, রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের প্রয়োজন নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভারতের সংবাদমাধ্যম এএনআইকে রোমান বাবুশকিন বলেছেন, যুদ্ধরত বেশিরভাগ ভারতীয় রাশিয়ায় এসেছিলেন কাজ করার জন্য। কিন্তু তাদের নিয়োগ হয়েছে সেনাবাহিনীতে। এই ভারতীয়ের সংখ্যা এতোটাই নগণ্য যে, তারা যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোন পরিবর্তন করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
এই ভারতীয়রা এজেন্টদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। তাই এ সম্পর্কে বাবুশকিন বলেন, বিষয়টির তদন্ত ভারত ও রাশিয়ায় যৌথভাবে হওয়া উচিত। এর কারণ হিসেবে তিনি বলেন, এই এজেন্টদের বেশিরভাগেরই বসবাস ভারতে।
লোভনীয় চাকরি ও শিক্ষার সুযোগের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৩০/৪০ জন ভারতীয় রাশিয়ায় যেতে প্রলুব্ধ হয়। বর্তমানে তারা রুশ সেনাবাহিনীতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। যুদ্ধে চার ভারতীয় নিহত হয়েছে বলেও দাবি করেছে ভারত।
এই বিষয়টি চলতি সপ্তাহেই মস্কো সফর করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার একটি মূল এজেন্ডা ছিল।
মঙ্গলবার মোদির এক সফরসঙ্গী পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, রাশিয়া দ্রুত তাদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মিথ্যা প্রতিশ্রুতিতে ভারতীয়দের রাশিয়ায় পাঠানো হয়েছে,যা মানব পাচারের অংশ হিসেবে এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। এরই মধ্যে ১০ ভারতীয়কে রাশিয়া থেকে ফেরত আনাও হয়েছে।
দিল্লির সঙ্গে মস্কোর সম্পর্ক বরাবরই ভালো। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে অভিযান চালালে রুশ অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমারা। তারপরও রেকর্ড পরিমাণ রাশিয়ান তেল কেনে ভারত।