অনলাইন ডেস্ক
পাকিস্তানে সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভ করছে দেশটির ক্ষমতাসীন জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)।
সোমবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের পক্ষ নেওয়ার অভিযোগে বিচার বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ বিক্ষোভের ডাক দিয়েছে জোটটি। খবর ডনের।
প্রতিবেদনে বলা হয়েছে- বিক্ষোভকারীরা পিটিআই প্রধান ইমরান খানের পক্ষ নেওয়ার অভিযোগে বিচার বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশটির সুপ্রিমকোর্টের বাইরে জড়ো হয়েছেন।
টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) কর্মীরা ইসলামাবাদের রেড জোনের গেট ভেঙে এগিয়ে গেলেও পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। গেট খোলার সঙ্গে সঙ্গেই হাজার হাজার পিডিএম কর্মী ভেতরে প্রবেশ করেন।
এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং অর্থমন্ত্রী ইসহাক দার রোববার মাওলানা ফজলুর রহমানকে অন্য জায়গায় বিক্ষোভ করার অনুরোধ করেন; কিন্তু ফজলুর রহমান রাজি হননি। তিনি সুপ্রিমকোর্টের সামনেই বিক্ষোভ করতে বদ্ধপরিকর।
তার দাবি, ইমরান খানকে যেভাবে আদালত জামিন দিয়েছেন এবং তার গ্রেফতারকে বেআইনি ঘোষণা করেছেন, তার বিরুদ্ধেই সমর্থকদের নিয়ে বিক্ষোভ করবেন তিনি; কিন্তু সুপ্রিমকোর্টের সামনের এলাকা হাই-সিকিউরিটি জোন। ফলে সেখানে বিক্ষোভের অনুমতি দেওয়া হয় না।
এদিকে সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভের সমালোচনা করেছেন ইমরান খান। তিনি বলেছেন, এটা নাটক ছাড়া আর কিছু নয়। ইমরান আরও বলেছেন, সোমবার ইন্টারনেট বন্ধ করে দেবে সরকার। যাতে মানুষ সামাজিক মাধ্যম ব্যবহার করতে না পারে।