সুবর্ণবাঙলা প্রতিবেদন
‘খালেদা জিয়ার মুক্তি, গায়েবী ও মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে’ রাজধানীতে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে ১২ দলীয় জোট। শনিবার সকাল সাড়ে ১১টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ এলডিপির কার্যালয়ে জোটের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় বাংলাদেশ জাস্টিস পার্টিকে চলমান যুগপৎ আন্দোলনে ১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান ক্বারী মুহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল ) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী,
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ন্যাপ- ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান শওকত আমিন, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ জাস্টিস পার্টির মহাসচিব মানসুর আলম শিকদার, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন, জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ।
সভায় সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদেশ সফর, পরবর্তীতে স্যাংশন দেওয়া রাষ্ট্র থেকে কোন কিছু কিনবেন না জানিয়ে বক্তব্য এবং ৬টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কূটনৈতিকদের বাড়তি নিরাপত্তা সুবিধা বাতিলের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নেতারা বলেন, বর্তমান সরকারের পায়ের তলার মাটি নাই বলেই প্রধানমন্ত্রী এ ধরনের আবোল- তাবোল বক্তব্য দিচ্ছেন।