স্পোর্টস রিপোর্টার
ইউএস ওপেনের শিরোপা হাতে ইয়ানিক সিনার।
প্রথম ইতালিয়ান হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন ইয়ানিক সিনার। তবে সেখানেই থামিয়ে রাখলেন না নিজেকে। রবিবার জিতে নিলেন ইউএস ওপেনের স্বপ্নের ট্রফিটাও। ফাইনালে বর্তমান বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বও তারকা সিনার ৬-৩, ৬-৪ এবং ৭-৫ গেমে পরাজয়ের স্বাদ উপহার দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১২তম বাছাই টেইলর ফ্রিৎজকে।
আর তাতেই জীবনের প্রথম ইউএস ওপেনের ট্রফি উঁচিয়ে ধরলেন ইয়ানিক সিনার। চলতি মৌসুমে যা তার দ্বিতীয় গ্র্যান্ডস্লাম। ক্যারিয়ারেও এখন তার মেজর শিরোপার সংখ্যা দুটি। অস্ট্রেলিয়ান ওপেন জিতেই ২০২৪ সালের সূচনা করেছিলেন এই ইতালিয়ান তারকা। রবিবার শেষ মেজর ট্রফিটাও তুলে নিলেন নিজের শোকেসে।
এর ফলে রেকর্ডবুকেও নিজেকে নিয়ে গেলেন সিনার। ১৯৭৭ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই বছরে জীবনের প্রথম দুটি গ্র্যান্ডস্লাম জয়ের নজীর গড়লেন তিনি। তার আগে এই কীর্তি গড়েছিলেন গুইলের্মো ভিলাস।
তবে ইউএস ওপেন জিতলেও মনটা ভীষণ খারাপ ইয়ানিক সিনারের। তার প্রিয় আন্টির শরীর যে ভালো নেই। তাই আন্টিকেই এই জয় উৎসর্গ করলেন তিনি।
এ প্রসঙ্গে ২৩ বছর বয়সী সিনার বলেন, ‘আমার আন্টির শরীর ভালো নেই। আমি জানি না, তিনি কত দিন বাঁচবেন। আমার জীবনে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার যদি একটিই চাওয়া থাকে, সেটি হচ্ছে তাঁর সুস্থ হয়ে ওঠা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি সম্ভব নয়। তবে এটা ভালো লাগছে যে, আমি এই মুহুর্তটা এখনও তার সঙ্গে ভাগাভাগি করতে পারছি।’
এদিকে, ইতিহাসের সামনে দাঁড়িয়ে ছিলেন টেইলর ফ্রিৎজও। ২১ বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে ছেলেদের এককে আমেরিকাকে কোন মেজর শিরোপা উপহার দেওয়ার সুযোগ ছিল তার সামনে। কিন্তু তার সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল। সেজন্য দুঃখ প্রকাশ করেছেন ফ্রিৎজ, ‘আমি জানি একজন চ্যাম্পিয়নের জন্য আমরা দীর্ঘ সময় ধরেই অপেক্ষা করছি। কিন্তু এবার সেটা পূর্ণ করতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি।’