পানি ও জমি নিয়ে সংঘর্ষ, নাইজেরিয়ায় নিহত ৩০

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা ওয়েবডেস্ক

উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি অঞ্চলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার নাইজেরিয়ার প্রশাসন এ তথ্য জানিয়েছে।

নাইজেরিয়ার প্রশাসন জানায়, অন্তত ২৯ জন সংঘর্ষে নিহত হয়েছেন। অসংখ্য বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এপি জানায়, মৃতের সংখ্যা ৩০।

স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এপি জানিয়েছে, বহু মানুষ নিখোঁজ। নিহতের সংখ্যাও আরও বাড়তে পারে। আক্রমণকারীরা মূলত তিনটি গ্রামে হামলা চালায়। এখনও পর্যন্ত আক্রমণকারীদের খুঁজে পাওয়া যায়নি। কেউ গ্রেফতার হয়নি। কোনো গোষ্ঠী এই আক্রমণের দায়ও স্বীকার করেনি।

ইমার্জেন্সি রেসপন্স ইউনিটের কর্মীদের ওই এলাকায় পাঠানো হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, আক্রমণ যখন হয়, তখন সেখানে নিরাপত্তাকর্মীদের দেখা যায়নি।

উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় কৃষকদের সঙ্গে পশুপালকদের এমন সংঘর্ষ লেগেই থাকে। আর সংঘর্ষের কারণ মূলত পানি ও জমি। এই ধরনের সংঘর্ষের ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওই অঞ্চলে দেশের প্রতিরক্ষাবাহিনী বিশেষ কিছু করে উঠতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *