বেঞ্চ পাচ্ছেন না হাইকোর্টের ১২ বিচারপতি

আইন আদালত রাজনীতি

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

দলবাজ, দুর্নীতিবাজ বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র সমন্বয়কদের সঙ্গে আলোচনা শেষে বুধবার বিকালে বিক্ষোভস্থলে এসে এ তথ্য জানান সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

তবে ১২ বিচারপতির নাম তিনি ঘোষণা করেননি। তার এ ঘোষণার পর আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছাড়েন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা রোববার বিকাল পর্যন্ত দেখব।

এ প্রসঙ্গে জানতে চাইলে রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শেষ হচ্ছে। ২০ অক্টোবর (রোববার) ওইদিন থেকে নিয়মিত বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হবে। নিয়ম অনুযায়ী এর আগেই হাইকোর্ট বিভাগের বেঞ্চ গঠন করা হবে। সেইদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যে, কোন ১২ জন বিচারপতিকে বেঞ্চে রাখা হচ্ছে না।

আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে বুধবার বেলা ১১টা থেকে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে হাইকোর্ট বিভাগের ‘দলবাজ ও দুর্নীতিবাজ’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে একই সময়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ। আর ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের অনতিবিলম্বে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি-লিগ্যাল উইং। সব মিলিয়ে দিনভর মিছিল মিটিংয়ে উত্তাল ছিল সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ।

বুধবার বিকালে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সঙ্গে আলোচনা হয়। আলোচনা শেষে বিক্ষোভরত শিক্ষার্থীদের সামনে এসে এ ঘোষণা দেন আজিজ আহমদ ভূঞা।

বিচারপতি অপসারণে রিভিউ শুনানি ২০ অক্টোবর: বিচারপতিদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি হবে ২০ অক্টোবর। বুধবার সাংবদিকদের এ তথ্য জানিয়েছেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

তিনি জানান, বিচারপতি পদত্যাগ বা অপসারণের একটা প্রক্রিয়া আছে। বর্তমানে দেশে এ সংক্রান্ত কোনো আইন বিদ্যমান নেই। বিগত সরকার সংসদের মাধ্যমে বিচারপতি অপসারণের উদ্যোগ নিয়েছিল। একটা সংশোধনী হয়েছিল। সুপ্রিমকোর্ট সেটি বাতিল করে দিয়েছেন। সরকার সেটা রিভিউ আকারে পেশ করেছে। রোববার সেটি আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগে শুনানি হবে। এক নম্বর আইটেমে রাখা হয়েছে সেটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *