শুধু শারীরিক সম্পর্কের মাধ্যমেই কি এইডস ছড়ায়?

স্বাস্থ্য ও চিকিৎসা

ডা. আয়শা আক্তার

ধুমধামে এবারের এইডস দিবস সম্পন্ন হয়েছে। এইডস দিবসে এবারের প্রতিপাদ্য ছিল ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে’। এই রোগ সম্পর্কে সমাজে বহু মিথ প্রচলিত আছে।

শারীরিক সম্পর্ক ছাড়াও একাধিক কারণে কেউ এইচআইভি (ঐওঠ) পজেটিভ হতে পারে। এইডসের জন্য দায়ী ‘হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস’।

( ঐওঠ) নামের রেট্রোভাইরাস। মানুষের রক্ত ও রক্তরস এ একমাত্র বেঁচে থাকে এই ভাইরাস। শারীরিক সম্পর্ক ছাড়াও অন্য মাধ্যমে এইডস রোগ ছড়িয়ে পড়তে পারে। যেমন-

১. ইনজেকশন নেওয়ার সময় নতুন সিরিঞ্জ ও সূচ ব্যবহার করা না হলে দ্রুত এই ভাইরাস অন্যের শরীরে প্রবেশ করতে পারে।

২. বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে শিশুর দেহে মায়ের কাছ থেকে এই ভাইরাস প্রবেশ করতে পারে, যদি অন্ত:সত্ত্বা মা এইচআইভি ( ঐওঠ) ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে থাকেন তাহলে শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

৩. এইচআইভি দিয়ে আক্রান্ত ব্যক্তিদের মাড়ির ক্ষত ও দেহের ক্ষত থেকে নিঃসৃত লালা ও রস থেকে এই ভাইরাস ছড়াতে পারে।

এইচআইভি মানবদেহের কয়েকটি নির্দিষ্ট তরল পদার্থে (রক্ত, বীর্য, বুকের দুধ) বেশি থাকে। ফলে, মানব দেহের এই তরল পদার্থগুলো আদান-প্রদানের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে।

লেখক: উপপরিচালক, ২৫০ শয্যার টিবি হাসপাতাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *