সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
দুর্গম চরবাসীর আনন্দ-বিনোদন এবং মনোরঞ্জনের উদ্দেশ্যে যাত্রাপালার আয়োজন হয়েছিল জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার টগারচরে। কিন্তু সেই যাত্রার প্যান্ডেলটি পুড়িয়ে দিয়েছে পুলিশ।
‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগ এনে পুলিশ এমনটি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার ৪ঠা ডিসেম্বর) দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দেয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফের নেতৃত্বাধীন পুলিশের একটি দল।
জানা যায়, যমুনার দুর্গম চর ইসলামপুর উপজেলাসংলগ্ন সারিয়াকান্দি সীমানা টগারচর এলাকায় যাত্রার নামে “অসামাজিক” কার্যকলাপ চলছে, এমন খবর পায় পুলিশ। এ খবরে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দেয় পুলিশের একটি অভিযানিক দল।
স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা জানান, এই যাত্রাপালা নিয়ে কারো কোনো অভিযোগ ছিল না। ‘অসামাজিক কার্যকলাপ’ কিংবা অন্য কোনো বিষয় এখানে জড়িত নয় বলে দাবি করেন তারা। শীতের এ সময়টায় খেটে খাওয়া কৃষক-শ্রমিক-মজদুরদের মাঝে আনন্দ-বিনোদনের জন্য অনেক বছর ধরেই যাত্রার দল আসে। মানুষকে আনন্দ দেয়। এটা তারা উপভোগও করেন। কিন্তু এবারই এভাবে যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে বলে জানান তারা।
কারো কারো অভিযোগ, যাত্রার আয়োজকরা সম্ভবত কাউকে চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছে অথবা দরদামে বনিবনা হয়নি। সেজন্যই প্যান্ডেল পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে থাকতে পারে।
তবে ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, টগারচর এলাকায় ‘অশ্লীল নৃত্য’, ‘অসামাজিক কার্যকলাপের’ জন্য নির্মিত যাত্রা প্যান্ডেল এবং স্টেজ পুড়িয়ে দেওয়া হয়েছে।
বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।