স্পেনে বর্ণবাদ কমবে, এমন আশা করেন না গার্দিওলাও

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

বারবার বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস জুনিয়র। সবশেষ তা মাত্রা ছাড়িয়েছে ভ্যালেন্সিয়া বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে। চলতি বছর এই নিয়ে পঞ্চমবার এমন আচরণের শিকার হলেন ব্রাজিলিয়ান এ তারকা। এবারের ঘটনায় পুরো ক্রীড়া দুনিয়ায় তোলপাড়।

এই ঘটনার পর স্পেনকে ‘বর্ণবাদীদের দেশ’ বলেও মন্তব্য করেছেন ভিনি। লা লিগাকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে ভিনি তার ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘এটি প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বারও নয়। লা লিগায় বর্ণবাদ নৈমিত্তিক। প্রতিযোগিতাটি মনে করে এটি স্বাভাবিক, (স্প্যানিশ) ফেডারেশনও এটিকে স্বাভাবিক বলে মনে করে। প্রতিপক্ষের লোকজন এতে উৎসাহ দেয়।’

ভিনির ঘটনায় স্পেনও বর্ণবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, ভ্যালেন্সিয়াকে ৪৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এছাড়া স্টেডিয়ামের যেই অংশ থেকে বর্ণবাদী মন্তব্য ছুঁড়েছেন দর্শকেরা সেই মেসতেল্লা স্টেডিয়ামের দক্ষিণ স্ট্যান্ডকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এতকিছুর পরেও স্পেনে বর্ণবাদ কমবে, এমন আশা করেন না ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। ইপিএলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলাকে স্পেনের বর্ণবাদ নিয়ে কথা বলতে হয়। এ সময় গার্দিওলা বলেন, ‘বর্ণবাদ সব জায়গাতেই সমস্যা, সেটি শুধু একটি জায়গায় (স্পেন) নয়। সবখানেই আমরা ভেবে নিই, আমরা আমাদের প্রতিবেশী কিংবা অন্যদের চেয়ে ভালো।’

গার্দিওলা আরো বলেন, ‘স্পেনে এটার (বর্ণবাদ) হয়তো একটু উপশম হবে। তবে আমি আশাবাদী নই। নিজের দেশকে তো জানি, তাই আমি সত্যিই আশাবাদী নই।’

স্পেনে বর্ণবাদ কমাতে প্রিমিয়ার লিগের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানালেন গার্দিওলা। তিনি বলেন, ‘এখানে তারা অনেক কঠোর, তারা জানে কী করতে হবে। তাদেরও (স্পেন) এমনটা করা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *