অনলাইন ডেস্ক
প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হাউস অব রিপ্রেজেনটেটিভের স্পিকার কেভিন ম্যাককার্থি
যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিলে ভোটাভুটি শুরু হয়েছে। স্থানীয় সময় রাত ৯ টার দিকে এ ভোটাভুটি শুরু হয়।
এর আগে হাউস অব রিপ্রেজেনটেটিভে বিলের উপর এক ঘণ্টা বিতর্ক চলে। এতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের নেতারা বক্তব্য দেন। এরপরই ভোটাভুটি শুরু হয়। খবর-বিবিসি
বিলটি পাস করার জন্য দরকার সংখ্যাগরিষ্ঠ ভোট । এজন্য ৪৩৫ জন আইনপ্রণেতার মধ্যে ২১৮ জনের সমর্থন দরকার।
ডেমোক্র্যাট ও রিপাবলিকান- এই দুই দলের মধ্যে ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়েছে ৩১৪টি। বিপক্ষে ভোট দিয়েছেন ১১৭ জন। এখানে বিলটি পাসের পর এখন এটি যাবে সিনেটে।
এদিকে বিলটি হাউস অব রিপ্রেজেনটেটিভে পাস হওয়ায় মার্কেটে স্বস্তি ফিরেছে। কারণ উদ্বেগ ছিল- জাতীয় ঋণের সীমা না বাড়ালে ফেডারেল সরকার ঋণ গ্রহণ করতে পারবে না। এতে দেশটির কোষাগার শূন্য হয়ে যাবে এবং এর ফলে জুনের শুরুতেই দেশটি খেলাপি হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের ঐকমত্য জরুরি ছিল।