নিয়মিত যুদ্ধের খবর রাখেন পুতিন: ক্রেমলিন

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায়ই সরেজমিন ইউক্রেন যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। এছাড়াও তিনি নিয়মিত ইউক্রেন যুদ্ধের খোঁজখবর রাখেন বলে জানিয়েছে ক্রেমলিন।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, সবসময় তদারকি করেন পুতিন। তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। প্রায়ই সরাসরি ফোন দিয়ে ময়দান থেকে তথ্য সংগ্রহ করেন।

পেসকভ আরো বলেন, বিশেষ সামরিক অভিযানের বিভিন্ন ইউনিট প্রধানদের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন প্রেসিডেন্ট পুতিন। রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ নভোস্তিকে পেসকভ বলেন, গত সপ্তাহে আখমাত স্পেশাল ফোর্সের কমান্ডারের সঙ্গে আলাপ হয় পুতিনের। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তাদের।

এর আগে বেলগোরদ অঞ্চলে ভারি গোলাবর্ষণে বিধ্বস্ত শেবেকিনোর প্রধান ভ্লাদিমির ঝাদানভ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, পুতিনের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে।

ঝাদানভ বলেন, তিনি (পুতিন) প্রথমেই জিজ্ঞেস করেন, কী ধরনের সাহায্য দরকার। এটা খুবই চমৎকার। আমাদের মনে হয় প্রেসিডেন্ট আমাদের সঙ্গেই আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *