শাওন মাহমুদ
নগরীর আকাশ জুড়ে কার্তিকের গাঙপার।
অগণিত মরার হাড়গোড কঙ্কাল-
ঝাঁকবাধা শকুনের লাফালাফি; কখনো-
কুকুরের হিংস্র খিস্তিখেউর।
অহঙ্কারে মৃত হাঁড়গোড় এদিক ওদিক
ছড়িয়ে-ছিটিয়ে চুমু খায় জীবন প্রত্যাশা!
ছিটকে পড়ে শিয়াল-কুকুর আর,শকুনের-
লুলোপ আকাঙ্ক্ষার ক্লেদ পদতলে।
আমাদের নগরী তখনও হাসে
রক্তের লোনা স্বাদ পানে..!