দীঘি নিজের বিয়ে নিয়ে যা জানালেন

বিনোদন

বিনোদন ডেস্ক

ফাইল ছবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ঐশীর সঙ্গে আরেফিন জিলানী সাকিবের বিয়ে হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেক তারকা উপস্থিত হয়েছিলেন।

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে দীঘি বলেন, বউ সাজলে সবাইকে সুন্দর লাগে। সে কম সাজুক অথবা বেশি সাজুগুজু করুক। ঐশী আপু ও জিলানী সাকিব ভাইয়া দুজনই খুব ভালো মানুষ। তারা সংসারে জীবনে সুখী হোক এই কামনা থাকবে।

এসময় জানতে চাওয়া হয় দীঘি কবে বউ সাজবেন? জবাবে বলেন, এই প্রশ্নটা মনে হয় পাঁচ অথবা ছয় বছর পর জিজ্ঞেস করলে ভালো হতো। তা হলে একটা তারিখ বলতে পারতাম। ধরে রাখতে পারেন ৫-৬ বছর পর একটা সুখবর দিত পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *