সুবর্ণবাঙলা প্রতিবেদন
সুবর্ণা মুস্তাফা ও সৌদ
তারকা দম্পতি সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদের ১৫তম বিয়েবার্ষিকী ছিল গতকাল শুক্রবার। দিনটি উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন সুবর্ণা মুস্তাফা।
স্বামীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে এই অভিনেত্রী লেখেন, শুভ বিয়েবার্ষিকী প্রিয় সৌদ। আমাদের একসঙ্গে ১৫ বছরের এই সময়টাতে আমরা অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছি।
‘সেখানে ভালো সময় যেমন ছিল, তেমনি ছিল খারাপ সময়। কিন্তু আমরা সবসময়ই ওই খারাপ সময়গুলো পার করে গিয়েছি। আমরা একজন আরেকজনকে ভালোবাসা এবং শ্রদ্ধার মাধ্যমে উভয়েই শক্তি খুঁজে পেয়েছি। তোমাকে সব সময় ভালোবাসি।’
সুবর্ণা ও সৌদের বিয়েবার্ষিকী উপলক্ষে তারকা শিল্পীসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। দুজনের দাম্পত্য জীবনের শুভকামনা জানিয়েছেন তারা।
অভিনেত্রী চিত্রলেখা গুহ লিখেছেন, ‘ ১৫ বছর নয়, এমন সম্পর্ক ১৫০ বছর চলতে চলতে অসীমের দিকে যাক। অনেক শুভকামনা। অনেক ভালবাসা যুগলের জন্য।
অভিনেতা স্বাধীন খসরু লিখেছেন, দুজনকেই শুভ বিয়েবার্ষিকী।
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও তানভিন সুইটিও এই তারকা দম্পতির বিয়েবার্ষিকীতে শুভকামনা জানিয়েছেন।
সৌদকে উদ্দেশ্য করে সংসদ সসদস্য তামান্না নুসরাত বুবলী লিখেছেন, শুভ জন্মদিন দুলাভাই।
নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, শুভ বিয়েবার্ষিকী প্রিয় সুবর্ণা মুস্তাফা ও সৌদ ভাই। অনেক অনেক ভালো থেকো, তোমাদের ভালোবসি।
আফসানা মিমির সোপ অপেরা ‘ডলস হাউস’ সহপরিচালনার সময় এর কেন্দ্রীয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে সম্পর্কে জড়ান সৌদ। সে সূত্রে পারিবারিক আয়োজনে ২০০৮ সালের ৭ জুলাই বিয়ে করেন তারা।
সৌদের পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয় করেছেন সুবর্ণা। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘গহীন বালুচর’ সরকারি অনুদানে পরিচালনা করেন সৌদ। এতে সুবর্ণাও অভিনয় করেন। ছবিটি বেশ কয়েকটি বিভাগে জাতীয় পুরস্কার জেতে। সৌদ পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার।
সুবর্ণা মুস্তাফার অভিনয়ের শুরুর দিনগুলোতে তাকে ঘিরে সমসমায়িক অভিনেতাদের নিয়ে রোমান্টিক সম্পর্কের গুঞ্জনের খবর বেরুতো পত্রিকার পাতায়।
দর্শকদের মধ্যেও বিশেষ করে তাকে আর আফজাল হোসেনকে ঘিরে প্রেমের অনেক গল্প শোনা যেত। রাইসুল ইসলাম আসাদকে ঘিরেও ছিল এমন গুঞ্জন।
সুবর্ণা-আফজাল সম্পর্ক বিয়ের পরিণতিতে পৌছায় কিনা এ নিয়ে যখন জল্পনা-কল্পনার শেষ নেই, তেমন সময় অনেকটা হঠাৎ করেই হুমায়ূন ফরিদী ও সুবর্ণা মুস্তাফা বিয়ে করেন।
এরপর দীর্ঘ ২২ বছর তারা সংসার করেন। ২০০৮ সালে তাদের বিচ্ছেদের খবর সূবর্ণা মুস্তাফা নিজেই মিডিয়াকে জানান।