সুবর্ণবাঙলা ওয়েবডেস্ক
সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাঁঠালের নিলামকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় সংঘর্ষের মূলহোতা এবাদুল হককে দুবাইগামী একটি ফ্লাইট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পরপরই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী একটি ফ্লাইটে উঠেন আসামি এবাদুল। খবর পেয়ে পুলিশ গভীর রাতে বিমান থেকে এবাদুলকে নামিয়ে আনে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জে নিয়ে যায়। এছাড়া ফ্রান্স প্রবাসী তার ভাই মইনুল হোসেন যেন পালিয়ে যেতে না পারে সেজন্য সব ইমিগ্রেশনে বার্তা পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী এবাদুল হকের গ্রেফতার হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় উভয় পক্ষের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।