তুরস্কের দিকে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র : ব্লিঙ্কেন

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক


কৃষ্ণ সাগরে শস্যচুক্তিতে ফেরাতে তুরস্কের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

রাশিয়াকে পুনরায় কৃষ্ণ সাগরে শস্যচুক্তিতে ফেরাতে তুরস্কের নেতৃত্বের দিকে যুক্তরাষ্ট্র তাকিয়ে আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

শুক্রবার (২১ জুলাই) কলোরাডো স্টেটে এসপেন সিকিউরিটি ফোরামে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্লিঙ্কেন বলেন, আমরা তুরস্কের নেতৃত্বের দিকে তাকিয়ে আছি। তাদের পদক্ষেপের মাধ্যমে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হবে।

ব্লিঙ্কেন বলেন, তুরস্ক এ অঞ্চলে বিষয়টি নিয়ে দুর্দান্ত কাজ করছে। তারা এ অঞ্চলে যে কোনো পদক্ষেপ নিতে প্রধান সহায়ক শক্তি হয়ে উঠেছে যারা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে প্রথম সারিতে থেকে কাজ করছে।

অতীতেও বিভিন্ন সময়ে রাশিয়াকে ফেরাতে তারা উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বিশ্বের উচিত রাশিয়ার দাবি মেনে নেওয়া। তাদের দাবি না মানলে বিশ্বব্যাপী খাদ্য সংকট ও খাদ্যপণ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। ফলে অভিবাসন সংকট আরও প্রকট হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের জুলাইয়ে রাশিয়া ইউক্রেনের মাঝে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে বছরব্যাপী শস্য রপ্তানির চুক্তি হয়। তবে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১৭ জুলাই থেকে রাশিয়া আন্তর্জাতিক অংশী সম্প্রদায়ের কাছে তাদের ওপর দেওয়া রপ্তানি বিধিনিষেধ তুলে না নেওয়া পর্যন্ত এ করিডোরে শস্য রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। রাশিয়ার দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের দেওয়া শস্য ও সার রপ্তানিতে বিধিনিষেধ তুলে নিলেই করিডোর পুনরায় চালু করা হবে।

অন্যদিকে ইউক্রেন বলেছে, রাশিয়া সহযোগিতা করুক আর না-ই করুক তারা বিশ্বে শস্য রপ্তানি চালিয়ে যাবে। কেননা বিশ্বকে খাদ্য সংকটে ফেলার একক অধিকার কারও নেই। জাতিসংঘ বলছে, রাশিয়ার এমন পদক্ষেপ বিশ্ব খাদ্য পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *