সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাথে একটি বড় সামরিক মহড়া স্থগিত করেছে অস্ট্রেলিয়া। মহড়ায় অংশ নেয়া একটি প্রতিরক্ষা হেলিকপ্টার প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হওয়ার পর ৪ জন নিখোঁজ হয়েছে। হেলিকপ্টারটি একটি মহড়ায় অংশ নিচ্ছিল, যেখানে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বেশ কয়েকটি দেশের ৩০ হাজার সামরিক কর্মী রয়েছে। হেলিকপ্টারটিতে থাকা চারজন ক্রুই অস্ট্রেলিয়ান।
শনিবার (২৯ জুলাই)অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে কুইন্সল্যান্ডের হ্যামিল্টন দ্বীপের কাছে উপ-গ্রীষ্মমন্ডলীয় জলে হেলিকপ্টার এমআরএইচ-৯০ তাইপান বিধ্বস্ত হয়েছে।
হেলিকপ্টার দুর্ঘটনায় থাকা নিখোঁজ চার সদস্যের পরিবারকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। ঘটনাটি কী কারণে ঘটেছে সেই সম্পর্কে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন অবশ্যই তা কষ্টকর। কিন্তু এখানে এতো উচ্চমানের প্রশিক্ষণ দেয়া হয়, যেন আপনি নিজের প্রাণের চিন্তা না করে অন্যের প্রাণ বাঁচান।
আগামী ৪ আগস্ট সামরিক মহড়া শেষ হওয়ার কথা থাকলেও, এই মহড়া আবার শুরু হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।