সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। গতদিন ১০ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫১ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল দুই হাজার ৭৬৪। ২৪ ঘণ্টার হিসেব করা হয়েছে রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত।
নতুন ১৪ জনসহ এ বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ৩২৭ জনের।
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে এক হাজার ১১৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং এক হাজার ৬৩২ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫৭২ জনে। এরমধ্যে ঢাকায় চার হাজার ৬৫২ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন চার হাজার ৯২০ জন।
২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৫১২ জন।
চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৪৮৩ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৯ হাজার ৫৮৪ জন।
দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।
আর ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানি ঘটেছে চলতি বছর। এর আগে ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।