জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, স্থানীয়রা আতঙ্কে

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

ঘটনাস্থলের কাছাকাছি সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। (ছবি-ডয়চে ভেলে)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জার্মানির ডুসেলডর্ফে এ ঘটনায় স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

যুক্তরাষ্ট্রের তৈরি এ বোমাটির ওজন প্রায় ৫০০ কিলোগ্রাম। পুলিশ ও দমকল বাহিনী বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। এজন্য সেখানকার ১৩ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর-ডয়চে ভেলে।

পুলিশ জানিয়েছে, বোমাটি বিস্ফোরিত হলে ভয়ানক ক্ষতি হতে পারে। এটি নিষ্ক্রিয় করতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডুসেল ডর্ফের প্রশাসন বলছে, সেখানকার কয়েকটি সড়ক ও ট্রাম চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা উদ্ধার করা হয়েছিল। ২০২০ সালে ফ্রাঙ্কফুর্টে যুক্তরাজ্যের তৈরি একটি বোমা উদ্ধারের ঘটনা ঘটে। সেই বোমাটিও নিষ্ক্রিয় করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *