এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন সেপ্টেম্বরে

জাতীয় পরিবহণ-পর্যটন ও যোগাযোগ

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

২ সেপ্টেম্বর উদ্বোধন হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। ২৮ সেপ্টেম্বর কর্ণফুলী নদীর তলদেশে চালু হচ্ছে, বঙ্গবন্ধু টানেল। অক্টোবরের মাঝামাঝি চালু হচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল। সেতু ভবনে এসব মেগা প্রকল্প চালুর দিনক্ষণ জানান সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

উদ্বোধনের পরদিন এক্সপ্রেসওয়ের সাড়ে ২২ কিলোমিটার রাস্তা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

প্রকল্পের মোট ব্যয় ৮ হাজার ৯শ’ ৪০ কোটি টাকা। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন চলতে পারবে না। যানবাহনের সর্বোচ্চ গতি হবে ৬০ কি. মি। ২০২৪ সালের জুনে শেষ হবে পুরো প্রকল্পের কাজ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সেপ্টেম্বরে উদ্বোধন হবে একাংশ। যা বাকি থাকবে, তার কাজ চলবে।

মন্ত্রী জানান, কর্ণফুলী টানেল, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধনের দিনক্ষণও। ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তার দলও চায় শান্তিপূর্ণ নির্বাচন। তিনি বলেন, বিদেশ বন্ধুরা কখনো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি।

কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সরকারের পদত্যাগ- এসব বিষয়ে কোন বিদেশি, কোন কংগ্রেসম্যান বা অন্য কেউ কিছু বলেন নি।

কে নির্বাচনে আসবে কে আসবে না এটা রাজনৈতিক দলের বিষয়। আওয়ামী লীগ কোনো দলকে নির্বাচনে আনার বিষয়ে উদ্যোগ নেবে না, যোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *