সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকি, গ্রেপ্তার আরও এক

জাতীয় স্বাস্থ্য ও চিকিৎসা

সুবর্ণবাঙলা প্রতিবেদক

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেয়া বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. মোস্তফা জামানকে হত্যার এক হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি।

বুধবার রাতে সিটিটিসি জানায়, গ্রেপ্তার হাফিজা মাহবুবা বৃষ্টিকে (৩২) রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। সাঈদীর চিকিৎসক কর্তৃক দায়ের করা জিডির মূল অভিযুক্ত বৃষ্টি।

এর আগে একই অভিযোগে ঝিনাইদহ থেকে আরও একজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র‌্যাব।

হত্যার হুমকির পাওয়ায় মঙ্গলবার রাতে ধানমন্ডি মডেল সাধারণ ডায়েরি (জিডি) করেন ডা. মোস্তফা জামান।

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদীকে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেলে নেয় কারা কর্তৃপক্ষ। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সদস্য হিসেবে কাজ করেছেন মোস্তফা জামান।

অসুস্থ বোধ করলে রোববার জামায়াতের সাবেক নায়েবে আমির সাঈদীকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান একাত্তরে ‘দেইল্লা রাজাকার’ নামে পরিচিত সাঈদী।

সাঈদীকে চিকিৎসা দেয়া হয়নি ফেসবুকে এমন গুজব ছড়িয়ে মোস্তফা জামানকে হুমকি দেয় সাঈদীর অনুসারীরা।

আরও পড়ুন: সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

ফোনে এবং মেসেঞ্জারে বেশ কয়েকটি প্রাণনাশের হুমকি পাবার পর তিনি পুলিশের শরণাপন্ন হন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও বিষয়টি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *