আন্তর্জাতিক ডেস্ক
একরঙা একটি জিরাফ
যুক্তরাষ্ট্রের টেনেসির ব্রাইটস চিড়িয়াখানায় সম্প্রতি জন্ম নিয়েছে ডোরাকাটা দাগবিহীন, একরঙা একটি জিরাফ। এই মেয়ে জিরাফটিকে বিশ্বের একমাত্র ডোরাকাটা দাগবিহীন জিরাফ বলে মনে করা হচ্ছে। এটির গায়ের রঙ শুধু বাদামি। ব্রাইটস চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, জিরাফটি ৬ ফুট লম্বা। সেটির মা এবং চিড়িয়াখানার কর্মীরা তার যতœ নিচ্ছেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, এমন বিরল বৈশিষ্ট্যের জিরাফ বিশ্বে আর দ্বিতীয়টি নেই। ডোরাকাটা দাগ জিরাফের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি। -ইয়াহু নিউজ