মস্কোর বাণিজ্যিক কেন্দ্রে ফের ড্রোন হামলা

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবারও মস্কোর বাণিজ্যিক এলাকায় নির্মাণাধীন ভবনে ড্রোন হামলা হয়েছে

রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলার ঘটনা অনেকটা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই শহরে হামলা হচ্ছে। কখনো ঠেকিয়ে দেওয়ার দাবি করছে দেশটির সরকার। এ অবস্থায় বুধবারও মস্কোর বাণিজ্যিক এলাকায় নির্মাণাধীন ভবনে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দুটি গুলি করে ভূপাতিতের দাবি করেছে প্রতিরক্ষা বাহিনী। মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ান বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলের মোজাইস্ক ও খিমকি জেলায় দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো। হামলার দায় স্বীকার করেনি জড়িতরা। তবে এটিকে কিয়েভ সরকারের আরও একটি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে রুশ কর্তৃপক্ষ।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর সিটি কমপ্লেক্সে নির্মাণাধীন ভবনে আঘাত হানে ড্রোন। সেটিকে ইলেক্ট্রনিক ব্যবস্থায় প্রতিহত করা হয়। একপর্যায়ে ভবনে গিয়ে আছড়ে পড়ে।

‘ইউক্রেনে রাশিয়ার বিপক্ষে পূর্ণ মাত্রায় যুদ্ধে ন্যাটো’ ॥ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও পুতিনের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভ জোর দিয়ে বলেছেন, ‘আমাদের প্রতিপক্ষরা প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়েছে। মস্কোর ঘাড়ের ওপর দাঁড়িয়ে কিয়েভ সরকারের হাত ধরে ইউক্রেনে লড়ছে তারা।
যা পূর্ণমাত্রায় ও ভয়াবহ।’ ইউক্রেনে সংঘাতকে নিজেদের এবং ন্যাটোর মধ্যে একটি ‘প্রক্সি যুদ্ধ’ হিসেবে দেখে রাশিয়া। ২০০৮ সালের ওই সংক্ষিপ্ত রক্তক্ষয়ী সামরিক অভিযান এবং দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়াকে ‘স্বাধীন’ অঞ্চল হিসেবে স্বীকৃতির ১৫তম বর্ষপূর্তিতে সংবাদপত্রে নিবন্ধটি লিখেছেন রুশ নিরাপত্তা পরিষদের উপ চেয়ারম্যান মেদভেদেভ। তিনি বলেন, মস্কো জর্জিয়ার বিচ্ছিন্ন অঞ্চল দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়াকে রুশ ভূখ-ের সঙ্গে সংযুক্ত করতে পারে। বিচ্ছিন্ন আবখাজিয়া ও দক্ষিণ ওশেটিয়া অঞ্চল নিয়ে তিবিলিসি ও মস্কোর মধ্যে সংক্ষিপ্ত কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। সেই সময় অঞ্চলটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মস্কো। মেদভেদেভ বলছেন, ইউক্রেনের ডনবাস অঞ্চলের ক্ষেত্রেও রাশিয়া একই পদক্ষেপ নেয়।
শুরুতে ডনেস্ক ও লুহানস্ককে আলাদা রাষ্ট্র স্বীকৃতি দিলেও পরে অঞ্চল দুটিকে গণভোটে মূল ভূখ-ের সঙ্গে যুক্ত করে মস্কো। সূত্র: তাস

রাশিয়ায় ড্রোন হামলায় তিন বেসামরিক নিহত : রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের একটি গ্রামে ড্রোন হামলার ঘটনায় তিন বেসামরিক নিহত হয়েছেন। বেলগোরোদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত একটি গ্রামে ড্রোন হামলা চালানো হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টেলিগ্রামে এক পোস্টে গভর্নর ভিয়াচেস্লাভ গাদকোভ বলেন, ইউক্রেনীয় সামরিক বাহিনী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সে সময় রাস্তায় লোকজন চলাচল করছিল। -বিবিসি, তাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *