কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার থেকে আসা চোরাই গরু ছিনিয়ে নিতে বিজিবি সদস্যদের ওপর চোরাকারবারিরা হামলা চালায়। বিজিবি আত্মরক্ষার্থে গুলি চালালে আব্দুর জব্বার (৩৬) নামে রড-সিমেন্টের দোকানের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় বিজিবির চার সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার রাত ৯টার দিকে কক্সবাজারের রামুর কাউয়ারখোপ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রোববার দুপুর ১টার দিকে ওই শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি বিজিবি সদস্যরা রামুর কাউয়ারখোপ স্কুল সড়ক থেকে চোরাই গরু ধরার পর নাইক্ষ্যংছড়ির দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় গরুর মালিকের লোকজনসহ উৎসুক জনতা গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে বিজিবিকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। পরে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজিবির গুলিতে ঘটনাস্থলেই আব্দুর জব্বার নামের ওই শ্রমিক মারা যান। জব্বার ওই এলাকার একটি রড-সিমেন্টের দোকানের শ্রমিক। ঘটনার পর বিজিবি সদস্যরা লাশ নিয়ে যায় বলে জানান তারা।
এদিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অফিসিয়াল প্রেস রিলিজে জানায়, বিজিবির টহল দলের সদস্যরা সীমান্তের চোরাই গরু জব্দ করে নাইক্ষ্যংছড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। কাউয়ারখোপ নামক স্থানে পৌঁছলে ওতপেতে থাকা সংঘবদ্ধ চোরাকারবারি ও স্থানীয় সহযোগীসহ দুই থেকে তিনশ লোক গরু ছিনিয়ে নিতে দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইটপাটকেলসহ বিজিবি টহল দলের ওপর হামলা চালায়।
এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালায়। এতে একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়। হামলায় বিজিবির চার সদস্য গুরুতর আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি কিরিচ ও একটি দা উদ্ধার করতে সক্ষম হয় বলে ১১ বিজিবি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।