পুকুরে ডুবে নব বিবাহিত যুবকের মৃত্যু!

ঘটণা- দুর্ঘটনা

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

অনেক ধুম ধামে বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাড়িতে উঠেছিলেন। কতই না সুখের স্বপ্ন বুনে ছিলেন মনে মনে। বিয়ের দুই রাত পার করে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে এসে পুকুরে গোসলে নেমে আর উঠতে পারলেন না নতুন স্বপ্ন বুনা জাহাঙ্গীর হোসেন (২২) নামের নব বিবাহিত বর। পানিতে ডুবে প্রাণ গেল তার। স্বপ্নের মৃত্যু হলো। নব বিবাহিত কনে দুই দিনের মাথায় বিধবা হলেন।

রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চাটারবাইদ গ্রামের শ্বশুর বাড়িতে ঘটেছে নতুন বর পুকুরে ডুবে মারা যাওয়ার এ মর্মান্তিক ঘটনা।

ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মহির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, গত শুক্রবার একই ইউনিয়নের পাশের আতেক্কার চর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জাহঙ্গীর হোসেন পারিবারিকভাবে চাট্রাবাইদ গ্রামের সেলিম উদ্দিনের মেয়েকে (১৮) ধুম ধামে বিয়ে করে বাড়ি নিয়ে যান। মাঝে শনিবার বাদে রোববার সকালে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি ‘ফিরানী’ (আঞ্চলিক সামাজিক শব্দ) আসেন জাহাঙ্গীর। মেজবানি শেষে ওইদিন বিকেলেই নব বর কনে আবার বাড়ি ফেরার কথা ছিল। দুপুরে বাড়ির পাশেই সৌখিন যুবক পুকুরে শ্যালক শ্যালিকা সম্পর্কের কযেক তরুণের সঙ্গে গোসল করতে নামেন জাহাঙ্গীর। জলকেলি করার এক পর্যায়ে জাহাঙ্গীর ডুবে যান। অনেকক্ষণ ভেসে না উঠায় ডাকাডাকি শুরু করে তারা। আশে পাশের সবাই এগিয়ে এসে পানিতে নেমে খোঁজা শুরু করে। আধঘন্টা পর জাহাঙ্গীরের নিথর দেহের সন্ধান মেলে। উদ্ধার করে দ্রুত তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নতুন বরের লাশ বিকালে বাড়ি নেওয়ার পর কাছাকাছি বর কনের দুই বাড়িসহ এলাকায় শোকের মাতম শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *