কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সংগঠন আরসা ও আরএসওর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে উখিয়ার কুতুপালং মধুর ছড়াস্থ রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উখিয়ার ক্যাম্প-৬ ডি ক্যাম্প-২ ইস্টের নুর মোহাম্মদ (৩৫) ও ক্যাম্প-৭-এর ব্লক-সি/৬-এর মোহাম্মদ হোসেনের ছেলে শামসুল আলম (২৫)।
থানার ওসি শেখ মোহাম্মদ আলী গোলাগুলিতে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কী কারণে এই হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহত শামসুল আলমের ছোট বোন হাসিনা বেগম বলেন, আরসার লোকজন ভোরে ক্যাম্প থেকে আমার ভাইকে ডেকে পাহাড়ে নিয়ে যায়। বিকালে জানতে পারি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গা ক্যাম্পের এক কমিউনিটি নেতা বলেন, আরএসও নেতা মৌলভী রহিমুল্লাহ এবং আরসা নেতা নবী হোসেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন ছাড়াও আরও কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের মরদেহ পাহাড়ে আরসার আস্তানায় রয়েছে।