অনলাইন ডেস্ক
ছবি: বিবিসি
দুটি ঘোড়া সঙ্গে নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছেন অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনাইসেল। সম্প্রতি রুশ সামরিক বাহিনীর পরিবহন উড়োজাহাজে করে সিরিয়া থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে পৌঁছেছেন তিনি। খবর বিবিসির
সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, কারিন কেনাইসেল অস্ট্রিয়ায় বেশ বিতর্কিত। ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি নিজ দেশ ছেড়ে ফ্রান্সে চলে যান। এরপর সংবাদমাধ্যম রাশিয়া টুডের একজন অতিথি কলাম লেখক হিসেবে পরিচয় গড়ে তোলেন। এই সংবাদমাধ্যমটিকে রুশ সরকারের প্রচারণা চালানোর একটি হাতিয়ার হিসেবে দেখা হয়।
তবে ফ্রান্স ছাড়তে তার ওপর চাপ দেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন কারিন কেনাইসেল। বিবিসির খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, এ কারণে সাময়িকভাবে লেবাননে বসবাস করা শুরু করেন। পরে সেখান থেকে সিরিয়া হয়ে রাশিয়ায় পাড়ি জমান। দেশটিতে শিক্ষাদানের কাজে যোগ দেবেন তিনি।