ঢাবি’র হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

শিক্ষা-গবেষণা ও ক্যাম্পাস

ঢাবি প্রতিনিধি


কাজী ফিরোজ। ছবি: ফেসবুক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের যমুনা ব্লক থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম কাজী ফিরোজ। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০৩ নম্বর রুমে থাকতেন। তিনি চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।

বিজয় একাত্তর হলের যমুনা ব্লক থেকে নিচে পড়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তার। ওই হলের শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ছয়তলা থেকে নিচে পড়ে যান তিনি। তারপর শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়, পরে রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলেও ধারণা করছেন ঢাবির অনেক শিক্ষার্থী। তবে অসাবধানতাবশত পড়ে গিয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *