হাসিনা-মোদির ছবি বিকৃত ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা

আইন আদালত জাতীয়

সুবর্ণবাঙলা ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এডিট ও বিকৃত করে নানা আপত্তিকর ও ব্যঙ্গাত্মক পোস্টদাতাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত তিনজনই সিলেটের বাসিন্দা।

শুধু প্রধানমন্ত্রী নয়- অভিযুক্তরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুক্তিযুদ্ধ মঞ্চসহ স্বাধীনতার সপক্ষের শক্তির বিরুদ্ধে অপপ্রচার করে আসছিল।

সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য দক্ষিণ সুরমা থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাস বুধবার মামলার বিষয়টি জানিয়ে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এ মামলা করেন।

মামলায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। তিনজনই সিলেটের। তারা হলেন সিলেট নগরীর ঝেরঝেরিপাড়া এলাকার নুরুল ইসলাম ওরফে মাসুদ, জৈন্তাপুরের দরবস্ত এলাকার হাজারীসেন গ্রামের ফয়েজ আহমদ ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকার নাজমুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে- বিবাদীরা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী ও রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এডিট ও বিকৃত করে নানা আপত্তিকর ও ব্যঙ্গাত্মক পোস্ট প্রচার করেন। মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধেও কটূক্তি করেন। এছাড়া জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ও বিকৃত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *