সাইবার নিরাপত্তা আইন প্রয়োগে ভুলত্রুটি থাকবে না: আইনমন্ত্রী

আইন আদালত জাতীয়

সুবর্ণবাঙলা প্রতিবেদন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন প্রণীত সাইবার নিরাপত্তা আইন বাস্তবায়নে ভুলত্রুটি থাকবে না।

সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতার বিকাশ ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার আইরিন খান।

আইনমন্ত্রী বলেন, আমি আগেও বলেছি ডিজিটাল নিরাপত্তা আইনের যে ভুলভ্রান্তি ছিল বা যেখানে আমি স্বীকার করেছিলাম এটার কিছু অপব্যবহার করা হচ্ছে, সেটি সাইবার নিরাপত্তা আইন প্রণীত হওয়ার পর দূর হবে। আশা করছি সাইবার নিরাপত্তা আইন বাস্তবায়নে কোনো ভুলত্রুটি থাকবে না।

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনের যে বিষয়বস্তু ছিল, সাইবার নিরাপত্তা আইনে সেগুলো প্রায় অভিন্ন আছে। এ কারণে এটিরও অপব্যবহার হওয়ার আশঙ্কা আছে।

এর জবাবে আইনমন্ত্রী বলেন, তাহলে আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হবে, যারা এই কথাগুলো বলছেন, তারা ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইন পাশাপাশি রেখে পড়েননি বা তারা শুধু ডিজিটাল নিরাপত্তা আইনটিই পড়েছেন, সাইবার নিরাপত্তা আইন পড়েননি।

বৈঠকের বিষয়বস্তু জানাতে গিয়ে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার আইরিন খান বলেন, কীভাবে মতপ্রকাশের স্বাধীনতাকে শক্তিশালী করা যায়, সে বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে গঠনমূলক ও বিস্তারিত আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা এক সঙ্গে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *