স্পোর্টস ডেস্ক
তামিম ইকবাল-সাকিব আল হাসান
বিশ্বকাপের দল নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে রাখা হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে।
গুঞ্জন রয়েছে অধিনায়ক সাকিব আল হাসান না চাওয়ায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালের। তবে জাতীয় দলের নির্বাচকরা বলছেন- তামিম পুরোপুরি ফিট নয়। তাই তাকে দলে রাখা হয়নি।
অথচ ফেসবুকে ভিডিওবার্তায় তামিম বলছেন তিনি খেলার জন্য প্রস্তুত আছেন। তিনি নোংরামির শিকার হয়েছেন। তামিম ফেসবুকে ভিডিও পোস্ট করার পর তার জবাব দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
জাতীয় দলের এই দুই তারকার মুখোমুখি অবস্থান দেখে সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলছেন, দল ঘোষণার আগে সাকিব বিশ্বকাপে তার পরিকল্পনা তামিমকে ফোন করে বা মেসেজ করে জানালেই হতো।
বৃহস্পতিবার মাশরাফি তার ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিওবার্তায় বলেছেন, ‘আমরা যখন খেলেছি বা বিগত দিনে যারা খেলেছে, সবার কাছেই সাকিবের গ্রহণযোগ্যতা এতটাই বেশি, সাকিব যদি চায়, বাংলাদেশের কোনো ক্রিকেটারই তার কথা ফেলতে পারত না। সাকিব অধিনায়ক হিসেবে পারত তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট কথা বলতে, আমার এই পরিকল্পনা রয়েছে, তোর সঙ্গে পরে বলব। আমার কাছে মনে হয় পুরো বিষয়টাই চাপা পরত।’