সেন্টমার্টিন যাওয়ার পথে স্পিডবোট ডুবিতে নারীর মৃত্যু, উদ্ধার ২৪

ঘটণা- দুর্ঘটনা পরিবহণ-পর্যটন ও যোগাযোগ

সুবর্ণবাঙলা ডেস্ক

টেকনাফের নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাগরে ভাসমান অবস্থায় থাকা ২৪ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই নারীর নাম ফিরোজা বেগম (৫০)। তিনি সেন্টমার্টিনের বাসিন্দা।

এলাকাবাসী জানান, স্থানীয় যাত্রী নিয়ে একটি স্পিডবোট টেকনাফের সার্ভিস ঘাট থেকে সেন্টমার্টিনের জেটিঘাটের উদ্দেশে যাত্রা করে।

বৃষ্টি এবং ঝড়োবাতাসের কারণে সাগর উত্তাল থাকায় বোটটি শাহপরীর দ্বীপে অপেক্ষা করে। পুনরায় সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেলে গভীর সমুদ্রের গোলগড়া নামক স্থানে তলা ছিদ্র হয়ে বোটটি ডুবে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল হাই স্পিডবোটযোগে ওই স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করে ২৪ জন যাত্রীকেই জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে আশঙ্কাজনক অবস্থায় ফিরোজা বেগমকে সেন্টমার্টিন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।

সেন্টমার্টিন ইউনিয়নের দফাদার হাবিবুল্লাহ বলেন, মৃত নারী আমার আত্মীয়। তার ছয় সন্তানের মধ্যে দুইজন ছেলে ও চারজন মেয়ে। তিনি হার্টের চিকিৎসা করাতে টেকনাফে গিয়েছিলেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. জোবাইর সৈয়দের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *