ক্রীড়া ডেস্ক
ভারতে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে অন্যরকম ইতিহাস তৈরি হতে যাচ্ছে। অর্থাৎ এবার এমন কিছু ঘটবে, যা আগে ঘটেনি।
এবার শুধুই ভারতে
এবার শুধু ভারতই ওয়ানডে বিশ্বকাপের একক আয়োজক। ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা প্রথমবার।
ঘাস রাখতে বলা হয়েছে পিচে
আইসিসি কিউরেটরদের পিচে আরও ঘাস রাখতে বলেছে। এছাড়া বাউন্ডারি লাইন অন্তত ৭০ মিটার রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
সফট সিগন্যালিং বাতিল
২০২৩ সালের জুন মাসে আইসিসির পক্ষ থেকে সফট সিগন্যালিংয়ের নিয়ম বাতিল করা হয়েছে। তাই বিশ্বকাপে সফট সিগন্যালিংয়ের নিয়ম দেখা যাবে না।
বেড়েছে প্রাইজমানি
১৯৭৫ সালে প্রথমবার যখন ওডিআই বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, বিজয়ী দল ৯০০০ পাউন্ডের প্রাইজমানি পেয়েছিল। এবার বিজয়ীদের ৪০ লাখ ডলার দেওয়া হবে। অর্থাৎ প্রাইজমানি ৩৬৫ গুণ বেড়েছে।