আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করতে কাতারে হামাস প্রতিনিধিদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ।
এ খবর প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থ রিয়া-নভোস্তি।
বিবিসি রাশিয়ার এডিটর স্টিভ রোজেনবার্গ সম্প্রতি তার একটি লেখায় উল্লেখ করেছেন যে হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে চায় মস্কো। তিনি বলছেন, ইরান ও হামাস দুই পক্ষের সঙ্গেই রাশিয়ার সম্পর্কে কাজে লাগাতে চায় তারা।
সংবাদ সংস্থা রিয়া-নভোস্তিকে মিখাইল বোগদানভ বলেছেন, তার কাতার সফরে হামাস প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়টি ‘বাদ দেওয়া’ হয়নি।
তিনি বলেছেন, তারা যদি চায়, আমাদের সঙ্গে সব সময়ই যেগাযোগ করতে পারবে। বিশেষ করে এই পরিস্থিতিতে জিম্মি সমস্যা সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা (বৈঠক) রাখা সম্ভব।