যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেল গাজায় মানবিক সহায়তা পাঠানোর প্রস্তাব

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতির জন্য সেখানে ‘মানবিক যুদ্ধবিরতি’ চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রাজিল নিরাপত্তা পরিষদে এ খসড়া প্রস্তাবটি এনেছিল। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে গত কয়েকদিনে প্রস্তাবটির ওপর ভোটাভুটি দুইবার বিলম্বিত হয়।

বুধবার ভোটাভুটি হলেও নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া ও ব্রিটেন ভোটদানে বিরত ছিল।

বহু আগে থেকেই নিরাপত্তা পরিষদে তার মিত্র ইসরাইলের পক্ষ নেয় যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার তাৎক্ষণিক যুদ্ধবিরতি চেয়েছেন। যাতে গাজায় ত্রাণসহায়তা পৌঁছানো এবং জিম্মিদের মুক্ত করা সম্ভব হয়।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। জবাবে গাজায় পালটা হামলা চালাচ্ছে ইসরাইল।

মঙ্গলবার রাতে গাজার আল-আহলি আরব নামে হাসপাতালে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৮০০ জন ছাড়িয়েছে।

যদিও এ হামলার দায় স্বীকার করেনি ইসরাইল।

এদিকে জানা যায়, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সহিংসতার নিন্দা জানিয়ে রাশিয়ার পক্ষ থেকে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। তবে ভোটাভুটিতে ওই প্রস্তাব পাস হয়নি।

সোমবার নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে রাশিয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে চারটি দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ চারটি দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল আরও ছয়টি দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *