‘নির্বাচনে গেলে স্যাংশন আসার সম্ভাবনা রয়েছে’

জাতীয় রাজনীতি

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত

নির্বাচনে গেলে স্যাংশন আসার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, নির্বাচনে যাওয়ার এখনও পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেবার। নানা বিষয়ে আমাকে ভেবে দেখতে হচ্ছে। এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পরে তাহলে কী হবে? দেশে যদি সুষ্ঠু নির্বাচন না হয় এবং সরকার যদি সংলাপ না করে তাহলে নির্বাচনে গেলে আমাদের ওপর স্যাংশন আসতে পারে। যদি আলাপ-আলোচনা না করে তাহলে সরকারের ওপর নিশ্চিতভাবে বড় ধরনের স্যাংশন আসতে পারে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে। এই চিঠির গুরুত্ব অনেক। এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি। তারা সংলাপ চাচ্ছেন। আমরাও সংলাপের কথা বলে আসছি। আমরা আর কোনো দলের মুখাপেক্ষী থাকতে চাই না। আমরা এখন দলগতভাবে অনেক শক্তিশালী।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্য সেই দেশের সরকারের ভাষ্য উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, এখন বোঝা গেল এতদিন পিটার হাস নিজের কোনো বক্তব্য দেয়নি, এটা আমেরিকা সরকারের ভাষ্য। যুক্তরাষ্ট্র এখন অফিশিয়ালি সরকার, বিরোধী দল এমনকি বিএনপিকে জানিয়েছে তারা সংলাপ চাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *