সুবর্ণবাঙলা ডেস্ক
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) ওয়াশিংটন সদর দপ্তরের বাইরে পুলিশ ও ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতে গাজার যুদ্ধবিরতির আহ্বান জানানো বিক্ষোভটি হিংসাত্মক হয়ে ওঠায় এমন ঘটনা ঘটেছে। সিএনএন।
ইউএস ক্যাপিটল পুলিশ জানিয়েছে, ওয়াশিংটনের ক্যাপিটল হিল এলাকায় প্রায় ১৫০ জন অবৈধভাবে এবং সহিংসভাবে প্রতিবাদ করেছেন। কিন্তু বিক্ষোভকারীরা সহিংসতার জন্য পুলিশকে দায়ী করে বলেছে, কর্মকর্তারা কোনো সতর্কতা ছাড়াই তাদের দলের কয়েকজনকে ধরে নিয়ে গেছে। বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম শহর ফিলাডেলফিয়া থেকে আসা দানি নোবেল বলেছেন, পুলিশ কয়েকজনকে মাটিতে ফেলে টানতে শুরু করেছিল। এমন অহিংস প্রতিবাদকারী এবং আমাদের সম্প্রদায়ের সদস্যদের সহিংসতার মুখোমুখি হওয়া অত্যন্ত লজ্জাজনক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে, পুলিশ ওই স্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা দেখা গেছে। ক্যাপিটল পুলিশ সাংবাদিকদের একটি পৃথক নোটিশে বলেছে, তারা নিকটবর্তী হাউজ অফিস ভবনগুলোতে প্রবেশ এবং প্রস্থান নিষিদ্ধ করেছে।
কংগ্রেসের কর্মীরা একটি সতর্কতা পেয়েছিলেন, যেখানে বলা হয়েছিল, তাদের কাউকে কোনো হাউজ অফিস বিল্ডিংয়ে প্রবেশ বা প্রস্থান করার অনুমতি দেওয়া হবে না। তবে কর্তৃপক্ষ পরে প্রবেশদ্বারগুলো আবার খুলে দেয়। ডেমোক্র্যাট আইনপ্রণেতা শেরম্যান এক্সের একটি পোস্টে বিক্ষোভকারীদের ডেমোক্র্যাটিক সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করার অভিযোগ করেছেন। তবে, বিক্ষোভকারীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। ইফ নট নাউ এবং ইহুদি ভয়েস ফর পিস অ্যাকশনসহ ইহুদি দখলদারের বিরোধী গ্রুপগুলোর একটি জোটের মাধ্যমে এ প্রতিবাদটি সংগঠিত হয়েছিল। বিক্ষোভের সময় অনেক আইনপ্রণেতা ডিএনসি সদর দপ্তরে ছিলেন। ডিএনসি ইভেন্টে অংশ নেওয়া আইনপ্রণেতাদের গ্রুপের সঙ্গে পরিচিত একটি সূত্র অনুসারে, সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস, হুইপ ক্যাথরিন ক্লার্ক এবং ককাস চেয়ার পিট আগুইলার অন্যান্য ডেমোক্র্যাটদের সঙ্গে একটি ডেমোক্র্যাটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটি (ডিসিসিসি) প্রার্থী সপ্তাহের নেতৃত্ব সংবর্ধনার জন্য ভবনে ছিলেন। তারা কতক্ষণ ভেতরে ছিলেন তা জানানো হয়নি। ক্যাপিটল পুলিশ জানিয়েছে, সমস্ত আইন প্রণেতাদের নিরাপত্তার জন্য এলাকা থেকে সরানো হয়েছে।
এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে মার্কিন কংগ্রেসের দুই ডজনেরও বেশি ডেমোক্র্যাটিক আইনজীবীর একটি দল একজোট হয়েছে। দলটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে গাজায় ইসরাইলের আক্রমণ বন্ধে সম্মত হওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছে। ক্রমবর্ধমান সংখ্যক ডেমোক্র্যাট এখন ইসরাইল-হামাস লড়াইয়ের সম্পূর্ণ বন্ধে সমর্থন করে। বুধবার প্রকাশিত একটি সাম্প্রতিক জরিপে আরও দেখা গেছে, আমেরিকান উত্তরদাতাদের প্রায় ৭০ শতাংশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানানোর পক্ষে। যখন কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ অংশ যুদ্ধবিরতি আহ্বানের বিরোধিতা করে চলেছে, তখন কংগ্রেসের ক্রমবর্ধমান সংখ্যক কর্মী গাজায় ইসরাইলের হামলা বন্ধ করার জন্য চাপ দিতে শুরু করেছে। কংগ্রেসের চিঠিতে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে শিশু নিহতের উচ্চ সংখ্যা নিয়ে উদ্বেগও তুলে ধরা হয়েছে।