হামাস প্রধানের সঙ্গে রেড ক্রস প্রেসিডেন্টের বৈঠক

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

গাজায় ইসরাইলের হামলায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য হামাসপ্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কাতারে পৌঁছেছেন রেডক্রসের প্রেসিডেন্ট। সোমবার রেডক্রস এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে বলে সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক পৃথক বৈঠকে হামাসপ্রধান হানিয়া ও কাতার কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন।

আইসিআরসি এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক হামাসের রাজনৈতিক ব্যুরোর চেয়ার ইসমাইল হানিয়াহ ও কাতার কর্তৃপক্ষের সঙ্গে আলাদাভাবে দেখা করেছেন। খবর এএফপির।

ইসরাইলে ৭ অক্টোবরের হামাসের নজিরবিহীন হামলায় যে ২৪০ জনকে জিম্মি করা হয় তাদের মুক্তির জন্য মধ্যস্থতাকারীদের মধ্যে সমঝোতা চুক্তির একটি প্রস্তাব উঠে এসেছে। ইসরাইলি কর্তৃপক্ষ বলেছে, হামাসের ওই হামলায় প্রায় ১২০০ লোক নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ বেসামরিক লোক।

হামাস কর্তৃপক্ষের মতে, ইসরাইলের বিমান ও স্থল অভিযান ইতোমধ্যে গাজায় হাজার হাজার শিশুসহ ১৩,৩০০ জনেরও বেশি লোককে হত্যা করেছে। যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক।

স্পোলজারিকের সফর আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান উন্নত করতে সব পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করার প্রচেষ্টার অংশ বলে আইসিআরসি জোর দিয়েছে।

আইসিআরসি উল্লেখ করেছে, সাম্প্রতিক সপ্তাহে গাজায় জিম্মিদের পরিবারের পাশাপাশি ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে স্পোলজারিক একাধিকবার দেখা করেছেন।

জেনেভা ভিত্তিক সংস্থাটি জোর দিয়েছে সংঘাতে সমস্ত ক্ষতিগ্রস্তদের জরুরি সুরক্ষার জন্য এবং গাজা উপত্যকায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতির অবসানের জন্য আবেদন অব্যাহত রেখেছে।

সংস্থাটি অবিলম্বে জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছে। একটি নিরপেক্ষ মানবিক মধ্যস্থতাকারী হিসেবে ভবিষ্যতের যে কোনো মুক্তির সুবিধার্থে সংঘাতের পক্ষগুলোকে সম্মত করতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *