গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা শহরের একটি মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়া হয়ে ১৬ জন মাদ্রাসা শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, গাইবান্ধা শহরের পিকে বিশ্বাস রোডের হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশু-কিশোর শিক্ষার্থীরা সোমবার রাতের ভাত খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। সকাল থেকে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়। অবস্থার বেগতিক দেখে মাদ্রাসা কর্তৃপক্ষ মিনহাজ, মোজাহিদ, মোজাহিদ ২, মেহেদী, রাসেল, মারুফ, শফিকুল, তারেক, রশিদ, মিজান, হাসান, মাজুক, হোসাইন, মোহিনুল, সামিউল, নিরব, জোবায়েরসহ ওই ১৬ শিক্ষার্থীকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবর রহমান বলেন, রাতে রান্না করা খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। রাতভর অসুস্থ থাকলেও তাদের হাসপাতালে নেওয়া হয়নি। সে কারণে আজ সকালে সবার অবস্থা খারাপের দিকে গেলে হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসাসেবা দেওয়া হলে তাদের অবস্থার উন্নতি হয়।