তাহলে কী জেলে যাচ্ছেন বাইডেন পুত্র

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

হান্টার বাইডেন। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে (৫৩) আবারও নয়টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তার মধ্যে কয়েকটি হলো কর দাখিল করতে ও পরিশোধ করতে ব্যর্থ হওয়া এবং মিথ্যা রিটার্ন দাখিল করা।

হান্টার বাইডেনের বিরুদ্ধে এই ফৌজদারি অভিযোগগুলো দায়ের করা হয়েছে ক্যালিফোর্নিয়ায়। এতে কর ফাঁকির তিনটি অপরাধ, মিথ্যা রিটার্ন দাখিল করার একটি অপরাধ ও রিটার্নে ব্যর্থতার ছয়টি অপকর্মের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিচার বিভাগ (ডিওজে) হান্টার বাইডেনকে ২০১৬ ও ২০১৯ সালের মধ্যে স্ব-মূল্যায়িত ফেডারেল ট্যাক্সে কমপক্ষে ১.৪ মিলিয়ন ডলার পরিশোধ না করার এবং ২০১৮ সালে মিথ্যা রিটার্ন দাখিল করার সময় করের মূল্যায়ন এড়ানোর জন্য অভিযুক্ত করেছে।

দোষী সাব্যস্ত হলে হান্টারকে সর্বোচ্চ ১৭ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। ডিওজে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ফৌজদারি অপরাধের জন্য প্রকৃত সাজা সাধারণত সর্বোচ্চ শাস্তির চেয়ে কম। হান্টার দোষী সাব্যস্ত হলে সাজার নির্দেশিকা ও অন্যান্য নীতি বিবেচনায় নেওয়ার পরে একটি ফেডারেল জেলা আদালতের বিচারক যে কোনও সাজা নির্ধারণ করবেন।

দ্বিতীয়বারের মতো হান্টারের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ ২০২৪ সালের নির্বাচনে তার পিতা প্রেসিডেন্ট বাইডেনের ওপর আরও চাপ সৃষ্টি করবে। হাউজ রিপাবলিকানরাও ৮১ বছর বয়সী জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসনের শুনানি শুরু করার সুযোগ খুঁজছেন এই অভিযোগের কারণে যে, তিনি ক্ষমতায় থাকাকালীন তার ছেলের বিদেশি ব্যবসায়িক চুক্তি থেকে সুবিধা পেয়েছেন।

জুলাই মাসে হান্টার দুটি ট্যাক্স-সম্পর্কিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার কারণে চুক্তির অংশ হিসেবে একটি অপরাধমূলক বন্দুকের মামলা বাদ দেওয়া হয়েছিল। প্রস্তাবটি বিচারকের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পরে নড়বড়ে হয়ে পড়ে। হান্টারের মাদকাসক্তির ইতিহাস রয়েছে। তিনি মাদক ব্যবহারকারী ছিলেন জেনেও অক্টোবরে ডেলাওয়্যারে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেননি বিচারক।

ফেডারেল প্রসিকিউটররা এখন হান্টারের বিরুদ্ধে বছরের পর বছর তার ট্যাক্স বিল পরিশোধ করার পরিবর্তে একটি অসামাজিক জীবনযাত্রায় মিলিয়ন ডলার ব্যয় করার অভিযোগ করেছেন।

৫৬-পৃষ্ঠার অভিযোগে বলা হয়েছে, হান্টার বাইডেন ২০১৮ সালে ব্যবসা-সম্পর্কিত ভ্রমণে ৩ লাখ ৮৮ হাজার ৮১০ ডলার ব্যয় করেছেন, যদিও সেই বছরে ‘কোনও ব্যবসা করেননি’। এছাড়াও, ২০১৮ সালে তিনি ১.৮ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছেন বলে জানা গেছে, যার মধ্যে ৭ লাখ ৭২ হাজার ডলার নগদ উত্তোলন, ৩ লাখ ৮৩ হাজার ডলার ‘নারীদের প্রদান’ ও ১ লাখ ৫১ হাজার পোশাক ও আনুষাঙ্গিক ব্যয় রয়েছে।

সব মিলিয়ে হান্টারের বিরুদ্ধে চার বছরে ৪.৯ মিলিয়নের বেশি ব্যয় করার অভিযোগ রয়েছে, যার মধ্যে ৬ লাখ ৮৩ হাজার ২১২ ডলার এসকর্ট ও ‘বিভিন্ন নারী’ এবং ১ লাখ ৮৮ হাজার ৯৬০ ডলার প্রাপ্তবয়স্কদের বিনোদনের পেছনে ব্যয় হয়েছে। যদিও তার ট্যাক্স বিল পরিশোধ করা হয়নি। তিনি তার বকেয়া ট্যাক্স ফেরত দিয়েছেন।

সিএনএন-কে দেওয়া এক বিবৃতিতে হান্টারের অ্যাটর্নি অ্যাবে লোয়েল বলেছেন, হান্টারের শেষ নাম যদি বাইডেন ছাড়া অন্য কিছু হত তবে ডেলাওয়্যার ও ক্যালিফোর্নিয়ায় অভিযোগ আনা হত না।

হান্টার আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে মিথ্যা বিবৃতি দেওয়া, ফেডারেল আগ্নেয়াস্ত্র লাইসেন্সপ্রাপ্ত ডিলারের কাছে থাকা প্রয়োজনীয় তথ্য সম্পর্কিত একটি মিথ্যা বিবৃতি তৈরি করা ও একজন বেআইনি ব্যবহারকারীর মাধ্যমে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দোষী নন। দোষী সাব্যস্ত হলে এই মামলায় তাকে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *