অনলাইন ডেস্ক
বাইডেন
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে ইসরাইল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি বদলানো উচিত।
মঙ্গলবার ওয়াশিংটনে নির্বাচনী তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে দাতাদের সামনে বাইডেন এ কথা বলেন। এ সময় ইসরাইলের কট্টর সরকারের সমালোচনা করেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।
বাইডেন বলেন, আমি মনে করি তাকে (নেতানিয়াহু) বদলাতে হবে। আর এ সরকার, ইসরাইলের এই সরকার তার জন্য কোনও পদক্ষেপ নেওয়া কঠিন করে তুলছে। নেতানিয়াহুর সরকারকে ‘ইসরাইলের ইতিহাসে সবচেয়ে রক্ষণশীল’ বলে বর্ণনা করেন বাইডেন।
তিনি আরও বলেন, ইসরাইলের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে। কিন্তু এ মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরাইলের আরও অনেকেই আছে। ইসরাইলের পক্ষে ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেকেরই সমর্থন আছে। কিন্তু গাজায় নির্বিচার বোমা হামলার কারণে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে।
গত ৭ অক্টোবর গাজায় ইসরাইল ও ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে কড়া সমালোচনা।
গাজায় হামলার ক্ষেত্রে ইসরাইলের পক্ষে শুরু থেকেই সমর্থন জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। তাই বাইডেনের এমন মন্তব্য ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সখ্যের বিপরীতে তাদের মধ্যকার সম্পর্কে ফাটলকেই সামনে নিয়ে এসেছে।
গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের প্রতিশোধ হামলায় এ পর্যন্ত ১৮ হাজার মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ। দেখা দিয়েছে মানবিক সংকট।
গাজায় ইসরাইলের হামলার রাশ টানতে উদ্যোগী হওয়ার জন্য বাইডেনের ওপর চাপ আছে। এ চাপ খোদ তার ডেমোক্র্যাটিক দলের মধ্যেও আছে। জ্যেষ্ঠ অনেক মার্কিন কর্মকর্তাই ইদানিং গাজায় ইসরাইলের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করছেন।