সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক


তাওহিদ হৃদয়

নিউজিল্যান্ডের মাঠে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশ দলের। চলতি সফরেই ওয়ানডের পর টি-টোয়েন্টিতে প্রথম জয়ের নজির গড়ে বাংলাদেশ।

গতকাল বুধবার নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৩৪/৯ রানে থামিয়ে ৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

আগামীকাল শুক্রবার নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে খেলা শুরু হবে। এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে নিউজিল্যান্ডে কোনো ফরম্যাটে সিরিজ জয়ের প্রথম ইতিহাস রচনা করতে চায় টাইগাররা।

মাউন্ড মঙ্গানুইয়ের বে ওভালে এটি হবে নবম টি-টোয়েন্টি ম্যাচ। অতীতের আটটিতেই জিতেছে প্রথমে ব্যাট করা দল। কাজেই আগামীকাল যারা টস জিতবে তারা আগে ব্যাট করতে চাইবে।

মাউন্ট মঙ্গানুইয়ের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খেলার প্রথমার্ধে কিছুটা বিলম্ব হতে পারে। খেলার আগে ঝড় হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিন অ্যালেন, টিম সেফার্ট (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান/রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও বেন সিয়ার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *