সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল ৭টায় পৌরসভার সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টলা এক্সপ্রেস নামে ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হলেও এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি উপজেলার শুকলাল হাট এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এর পর ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় গিয়ে ট্রেনটি থেমে যায়।
রেল পুলিশের ওসি এসএম শহীদুল ইসলাম যুগান্তরকে বলেন, রেললাইনের সামান্য ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে বগি লাইনচ্যুত হয়নি।
সীতাকুণ্ড রেলস্টেশনের মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।