সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ছবি সংগৃহীত
হামাস-ইসরায়েলে যুদ্ধের মধ্যে সঙ্গে করে বন্দুক নিয়ে টিভিতে উপস্থাপনা করছেন ইসরায়েলি সাংবাদিকরা। সম্প্রতি ইসরায়েলি সম্প্রচারকারী চ্যানেল ১৪-এর উপস্থাপক লিটাল শেমেশকে বন্দুক সঙ্গে নিয়ে টিভিতে আসতে দেখা গেছে।
মঙ্গলবার তোলা ছবিটি এখন ইন্টারনেটে ভাইরাল। ছবিতে তাকে প্যান্টের বেল্টে করে বন্দুক নিয়ে অ্যাঙ্কর ডেস্কে বসে থাকতে দেখা গেছে। ইসরায়েলে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের পরিপ্রেক্ষিতে, অনেক নারীই সঙ্গে হ্যান্ডগান বজন করছেন।
লিটাল শেমেশের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টটি বন্দুকের রেঞ্জে তার শুটিংয়ের অনুশীলনের দক্ষতাও দেখিয়েছে, যেখানে তিনি লোকেদেরকে ‘অস্ত্র সজ্জিত হতে’ আহ্বান জানিয়েছেন। শেমেশ ফ্রন্টলাইন থেকে রিপোর্ট করার পাশাপাশি সৈনিকের ইউনিফর্মে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন।
তিনি ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত আইডিএফ (ইসরায়েল ডিফেন্স ফোর্সেস) বর্ডার পুলিশ ডিভিশনে একজন পূর্ণ যুদ্ধ সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেন। সময়টি ছিল দ্বিতীয় ইন্তিফাদা আন্দোলনের সময়।
আনুমানিক ১০০ জন পুরুষের একটি ইউনিটে তিনি মাত্র পাঁচজন নারীর একজন ছিলেন। মূলত গোয়েন্দা সংস্থায় কাজ করলেও শেমেশ একটি চ্যালেঞ্জিং যুদ্ধে অংশ নেওয়ার জন্য আগ্রহী ছিলেন।
১২ অক্টোবর, ২০২৩ সালে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে, হামাসের বিরুদ্ধে এই যুদ্ধে লড়াই করার জন্য সমগ্র দেশকে নিয়োগ করা হচ্ছে৷ আমরা ৭৫ সালে ইসরায়েলে এমন হত্যাকাণ্ড দেখিনি৷ ইসরায়েলের অস্তিত্বের কয়েক বছরের মধ্যে এটি আমাদের জন্য দ্বিতীয় হত্যাকাণ্ড।’